ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ইথিওপিয়ায় ব্যাংকের ত্রুটি

৪০০ কোটি টাকা তুলে নিয়েছে গ্রাহকরা

আপডেট : ২১ মার্চ ২০২৪, ০৯:৫০ এএম

ইথিওপিয়ায় ব্যাংকের সিস্টেমে কারিগরি ত্রুটির কারণে ৪০০ কোটি টাকা তুলে নিয়েছে গ্রাহকরা। ব্যাংকটির নাম কমার্শিয়াল ব্যাংক অব ইথিওপিয়া (সিবিই)। 

শনিবার (১৬ মার্চ) মধ্যরাতে জানা যায়, ব্যাংকের অ্যাকাউন্টে যত টাকা রয়েছে, তার চেয়ে বেশি অর্থ তুলে নিতে নিয়েছেন। এ কথা মেসেজিং অ্যাপ ও ফোনকলের মাধ্যমে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে গ্রাহকদের কাছে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে।

এসব ট্রানজেকশন স্থগিত করতে কয়েক ঘণ্টা লেগে গিয়েছিল কর্তৃপক্ষের। ততক্ষণে হাতছাড়া হয়ে যায় বিপুল পরিমাণ অর্থ। এর বেশির ভাগই নিয়েছেন শিক্ষার্থীরা। সিবিই প্রেসিডেন্ট আবে সানো গত সোমবার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

এক শিক্ষার্থী জানিয়েছেন, পুলিশ এসে বন্ধ করার আগ পর্যন্ত মানুষজন এটিএম বুথ থেকে টাকা তুলছিলেন। জিম্মা ইউনিভার্সিটি ইনস্টিটিউট অব টেকনোলজির ঐ শিক্ষার্থী বলেন, তিনি প্রথমে বিশ্বাস করেননি, যখন বন্ধুরা তাকে বলেছিল, এটিএম বুথ থেকে প্রচুর টাকা তোলা বা ব্যাংকের অ্যাপ ব্যবহার করে অন্যত্র স্থানান্তর করা যাচ্ছে। সূত্র: বিবিসি

MB/AST
আরও পড়ুন