মস্কোয় হামলার ভয়াবহ ভিডিও প্রকাশ আইসিসের

আপডেট : ২৫ মার্চ ২০২৪, ১২:০৪ এএম

গত ২২ মার্চ মস্কোর কনসার্টে ভয়াবহ হামলার ভিডিও প্রকাশ করল ইসলামিক স্টেট। ভিডিওতে দেখা যায় রাইফেল আর ধারালো ছুরি নিয়ে কনসার্ট হলের দিকে তেড়ে যাচ্ছে জঙ্গিরা। আর লোকজন প্রাণভয়ে ছুটছেন। তার মধ্যেই নির্মমভাবে গুলি চালাচ্ছে হামলাকারীরা। এতে ১৪৩ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে রাশিয়ায় এই হামলার তীব্র নিন্দা করেছেন মার্কিন পররাষ্ট্র সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন। জঙ্গি হামলার পরে রোববার দেশজুড়ে জাতীয় শোক পালন করেছে রাশিয়া। সাম্প্রতিককালের অন্যতম বড় সন্ত্রাসী হামলার শিকার হয়েছে রাশিয়া। ইতোমধ্যেই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট। তবে হামলা নিয়ে একে অপরকে দোষারোপ করছে রাশিয়া ও ইউক্রেন।

আপাতত ১১ জনকে গ্রেপ্তার করেছে রুশ প্রশাসন। তার মধ্যে ৪ জন কনসার্টে হামলা চালিয়েছে বলে অনুমান। এর মধ্যেই ভাইরাল হয়েছে কনসার্টে হামলার ভিডিও। জানা গেছে, ইসলামিক স্টেটের সঙ্গে সম্পর্কযুক্ত একটি সংবাদ সংস্থার টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রকাশিত হয়েছে এই ভিডিও।

সম্ভবত ক্রকার্স হলের লবিতে তোলা ভিডিওতে দেখা যাচ্ছে, জঙ্গিদের উদ্যত বন্দুকের সামনে ছোটাছুটি করছেন আতঙ্কিত জনতা। তার মধ্যেই লাগাতার গুলি চালাচ্ছে হামলাকারীরা। এদিক-ওদিক ছড়িয়ে রয়েছে মৃতদেহ। প্রায় দেড় মিনিটের ভিডিও জুড়ে তুলে ধরা ভয়াবহ নাশকতার দৃশ্য ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।

অন্যদিকে, রাশিয়ায় ভয়াবহ হামলার তীব্র নিন্দা করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব ব্লিঙ্কেন। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি বলেন, গত ২২ মার্চ মস্কোয় জঙ্গি হামলার তীব্র নিন্দা করছে আমেরিকা। ভয়াবহ হামলায় যারা নিজের প্রিয়জনদের হারিয়েছেন, সেই রুশ নাগরিকদের প্রতি আমাদের সমবেদনা। সূত্র: দ্য গার্ডিয়ান, রয়টার্স।

 

SA
আরও পড়ুন