ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সু চি কারাবন্দী থেকে গৃহবন্দী, নেপথ্যে কী?

আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ১২:৫৭ পিএম

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী কারাবন্দী অং সান সু চিকে কারাগার থেকে সরিয়ে গৃহবন্দী করেছে মিয়ানমারের জান্তা সরকার। মঙ্গলবার (১৬ এপ্রিল) স্থানীয় গণমাধ্যমে সামরিক জান্তা সরকারের মুখপাত্র মেজর জেনারেল জাও মিন তুনের বরাত দিয়ে এই খবর দেওয়া হয়। সাম্প্রতিক সময়ে গরমের তীব্রতা অনেক বেড়ে যাওয়ায় অতিরিক্ত সতর্কতা হিসেবে এই পদক্ষেপ নিয়েছে দেশটির জান্তা সরকার। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের আটক সাবেক নেত্রী ও নোবেল বিজয়ী অং সান সু চিকে কারাগার থেকে সরিয়ে গৃহবন্দী করা হয়েছে। দেশটির সামরিক সরকারের একজন মুখপাত্র গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। ওই মুখপাত্রের বরাত দিয়ে দেশটির চারটি সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে।

জান্তা মুখপাত্র মেজর জেনারেল জাও মিন তুন বলেন, আবহাওয়া এখন অত্যন্ত গরম,শুধু সুচি নয়; বয়স্ক ও গুরুত্বপূর্ণ বন্দিদের কারাগার থেকে সরিয়ে গৃহবন্দি করা হয়েছে। তাদের হিটস্ট্রোক থেকে রক্ষা করার জন্য কাজ করছি আমরা।

তবে সু চিকে ঠিক কোথায় এবং কোন বাড়িতে রাখা হয়েছে তা জানা যায়নি। জান্তা মুখপাত্র জাও মিন তুন এ বিষয়ে রয়টার্সের অনুরোধে সাড়া দেননি।

২০২১ সালের শুরুতে গণতান্ত্রিক সরকারকে হটিয়ে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকে বন্দি আছেন শান্তিতে নোবেল বিজয়ী ৭৮ বছর বয়সী নেত্রী সুচি। শুরুতে তাকে গৃহবন্দি রাখা হলেও ২০২২ সালের জুনে নেপিডোর একটি কারাগারে স্থানাস্তর করা হয়।

রাষ্ট্রদ্রোহ ও ঘুষ নেওয়ার অভিযোগে ২৭ বছরের কারাভোগ করছেন তিনি। কারাবন্দি সুচি এবং তার সরকারের রাষ্ট্রপতি ইউ উইন মিন্টের নিঃশর্ত মুক্তি দাবি করেছে জাতীয় ঐকমত্যের ছায়া সরকার। 

এ বছর ফেব্রুয়ারিতে সু চির ছেলে কিম অ্যারিস বলেছিলেন, তাঁর মাকে নির্জন কারাগারে রাখা হয়েছে। তাঁর স্বাস্থ্য খুব একটা ভালো নয় বলেও জানান অ্যারিস। 

 

HK/AST
আরও পড়ুন