ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়ার আহ্বান ওআইসির

আপডেট : ০৬ মে ২০২৪, ০৫:২০ পিএম

গাম্বিয়ায় অনুষ্ঠিত ১৫তম শীর্ষ সম্মেলন শেষে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) গাজায় সাম্প্রতিক "গণহত্যার" নিন্দা জানিয়েছে। সম্মেলনে গৃহীত একটি প্রস্তাবে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য এর ৫৭ সদস্য দেশকে আহ্বান জানায় ওআইসি। 

সংস্থাটি সকল সদস্য রাষ্ট্রকে- ইসরায়েলি দখলকারী শক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করার পাশাপাশি গাজায় গণহত্যার অপরাধে ইসরায়েলি সেনাবাহিনীর ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ রপ্তানি বন্ধ করার আহ্বান জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যামূলক যুদ্ধ বন্ধ ও ইসরায়েলি ঔপনিবেশিক দখলদারিত্বের অপরাধ বন্ধ করার জন্য সদস্যদের কূটনৈতিক, রাজনৈতিক ও আইনি চাপ প্রয়োগ করার পাশাপাশি সব ধরনের নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানো হয়। এছাড়াও সংস্থাটি ইসরায়েলের প্রতি অবিলম্বে স্থায়ী এবং নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।

অধিকৃত পূর্ব জেরুজালেমে আল আকসা মসজিদ পোড়ানোর পর ১৯৬৯ সালে ওআইসি প্রতিষ্ঠিত হয়। মুসলিম সংহতি বৃদ্ধি, ফিলিস্তিনি সংগ্রামকে সমর্থন এবং মুসলিম পবিত্র স্থান রক্ষার লক্ষ্যকে সামনে রেখে ওআইসি প্রতিষ্ঠা করা হয়। 

এএফপি জানায়, ৭ অক্টোবর থেকে, ইসরায়েলের ক্রমাগত সামরিক আক্রমণে গাজায় কমপক্ষে ৩৪ হাজার ৬৮৩ ফিলিস্তিনি  নিহত হয়েছে। যাদের বেশিরভাগই মহিলা এবং শিশু।  

RY/WA
আরও পড়ুন