ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গাজা নিয়ে ইসরায়েলের মন্ত্রিসভার প্রকাশ্যে বিরোধ

আপডেট : ১৯ মে ২০২৪, ১১:০৪ এএম

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধ পরিচালনা নিয়ে বিরোধ চলছে ইসরায়েলের মন্ত্রিসভায়। এবার সেই বিরোধ প্রকাশ্যে চলে এসেছে। আট মাস যুদ্ধ করেও হামাসকে পরাজিত করতে পারেনি ইসরায়েল। এরপর থেকেই ইসরায়েলের সেনাদের মধ্যে চাপ বাড়ছে।

এদিকে গাজার জন্য কোনো যুদ্ধোত্তর পরিকল্পনা তৈরি করা না হলে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টজ। আর এই পরিকল্পনা প্রস্তুতের জন্য আগামী ৮ জুন পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি। অবশ্য যুদ্ধ শেষ হলে গাজার ভবিষ্যৎ কী হবে তা নিয়ে পরিকল্পনা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রও ইসরায়েলি নেতাদের ওপর চাপ দিচ্ছে।

গাজায় যুদ্ধ শেষ হলে এর পরদিন সেখানে কীভাবে শাসন কাজ পরিচালনা করা হবে তা নিয়ে লক্ষ্য নির্ধারণের জন্য মন্ত্রিসভাকে ছয়-দফা পরিকল্পনায় সম্মত হওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (১৮ মে) এক সংবাদ সম্মেলনে গ্যান্টজ বলেছেন, যদি আপনি জাতীয় বিষয়কে ব্যক্তিগত বিষয়ের ওপরে স্থান দেন, তাহলে আপনি আমাদেরকে এই সংগ্রামে অংশীদার হিসেবে পাবেন। কিন্তু আপনি যদি ধর্মান্ধদের পথ বেছে নেন এবং পুরো জাতিকে অতল গহ্বরে নিয়ে যান, তাহলে আমরা সরকার ছাড়তে বাধ্য হবো।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, গ্যালান্টের এ বক্তব্যকে সমর্থন করেছেন মধ্যমপন্থি হিসেবে পরিচিত সেনাবাহিনীর সাবেক দুই জেনারেল বেনি গানৎজ ও গাদি এইজেনকট। অন্যদিকে কট্টর ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ ও অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির গালান্টের বক্তব্যের নিন্দা জানিয়েছেন।

ইতোমধ্যে ইসরায়েলের হামলায় গাজায় ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে ইসরায়েলের আন্তর্জাতিক বিচ্ছিন্নতাও প্রতিনিয়ত বাড়াচ্ছে। 

MB/FI
আরও পড়ুন