এবার ১৪ জনের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা

আপডেট : ০১ জুন ২০২৪, ০৩:৩৯ এএম

এবার চীন ও হংকংয়ের ১৪ জনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার (৩১ মে) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এ ঘোষণা দেয়।

এর আগে বৃহস্পতিবার হংকংয়ের উচ্চ আদালত জাতীয় নিরাপত্তা আইনের অধীন গণতন্ত্রপন্থী ওই ১৪ কর্মীকে দোষী সাব্যস্ত করেন। এদিন ঐতিহাসিক ওই নাশকতা মামলায় দুজনকে খালাস দেওয়া হয়।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এক বিবৃতিতে বলেন, এই রায়ের মাধ্যমে জাতীয় নিরাপত্তা আইন বাস্তবায়নের জন্য দায়ী চীন ও হংকংয়ের কর্মকর্তাদের ওপর নতুন ভিসা নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র।

এর আগে গত ১৬ মে উত্তর আমেরিকার দেশ নিকারাগুয়ার সরকারের ২৫০ জনের বেশি কর্মকর্তার ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সূত্র: রয়টার্স

AS
আরও পড়ুন