ঢাকা
মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

তাইওয়ান ইস্যুতে ফের পারমাণবিক অস্ত্র নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্র-চীন

আপডেট : ২২ জুন ২০২৪, ০১:৫৯ এএম

চলমান তাইওয়ান সংকটের মধ্যেই পরমাণু অস্ত্র সংক্রান্ত বিষয়ে দ্বিতীয় পর্যায়ের (সেকেন্ড ট্র্যাক) বৈঠকে বসেছেন চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। ৫ বছর পর গত মার্চ মাসের এ বৈঠকে তাইওয়ানকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দেবে না বলে নিশ্চিত করেছে চীন।

শুক্রবার (২১ জুন) পারমাণবিক শক্তিধর এই দুই দেশের প্রতিনিধিদের এ বৈঠকে উপস্থিত দুজন মার্কিন প্রতিনিধির বরাত দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। 

প্রতিবেদনে বলা হয়, এ দুই দেশের বৈঠকে মার্কিন প্রতিনিধিরা চীন যেকোন ইস্যুতে তাইওয়ানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে এ নিয়ে শঙ্কা প্রকাশ করে। তাদের মতে, তাইওয়ানের বিপক্ষে যুদ্ধে হেরে গেলে চীন পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। তবে এর জবাবে চীনের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করে বলেন, তারা তাইওয়ানের বিরুদ্ধে এমন মারণাস্ত্র ব্যবহার করবে না। বেইজিং গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ান দ্বীপরাষ্ট্রকে নিজস্ব অঞ্চল হিসেবে দেখে। কিন্তু তাইওয়ানের সরকার এ দাবি বরাবরের মতো নাকচ করে দিচ্ছে। 

এই বৈঠকের মার্কিন আয়োজক ডেভিড সান্টোরো বলেন, চীনের বিশ্বাস, তারা তাইওয়ান-চীন লড়াইয়ে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করেই জয়লাভ করবে। সূত্র: রয়টার্স

AS
আরও পড়ুন