পেরুর সাবেক প্রেসিডেন্ট আলেহান্দ্রো টোলেডোকে দুর্নীতি ও অর্থ পাচারের দায়ে ২০ বছর ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। মঙ্গলবার (২২ অক্টোবর) বিবিসি এক প্রতিবেদনে এথ্য জানিয়েছে।
দেশটির দক্ষিণাঞ্চলে একটি সড়ক নির্মাণের জন্য ব্রাজিলের একটি নির্মাণ কোম্পানির কাছ থেকে ৩৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার অভিযোগ ছিলো তার বিরুদ্ধে।
২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন দেশটির ৭৮ বছর বয়সি সাবেক এ প্রেসিডেন্ট। পাঁচ বছর আগে ক্যালিফোর্নিয়ায় গ্রেপ্তার হন তিনি। সেখানে বহু বছর ধরে বসবাস ও কাজ করছিলেন। গত বছর তাকে পেরুতে প্রত্যর্পণ করা হয়।
সরকারি চুক্তি নিশ্চিত করতে লাতিন আমেরিকা ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের লাখ লাখ ডলার ঘুষ দেওয়ার কথা স্বীকার করেছে ব্রাজিলিয়ান কোম্পানি ওদেব্রেখট।
