ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ইরানে বিমান হামলার সাথে যুক্তরাষ্ট্র জড়িত নয়: পেন্টাগন

আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ০৯:৫৪ এএম

ইরানের রাজধানী তেহরান ও কারাজে বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে শুক্রবার (২৫ অক্টোবর) বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলার সঙ্গে জড়িত নয় বলে দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন। তবে ইসরায়েল তাদের হামলার কথাই জানিয়েছে। মার্কিন একজন কর্মকর্তা বিবিসির ইউএস নিউজ পার্টনারকে এ তথ্য জানিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসকেও ইসরায়েলি হামলা সম্পর্কে অবহিত করা হয়েছে। তিনি এর ওপর কড়া নজর রাখছেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রাজধানী তেহরান বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিবিসির মধ্যপ্রাচ্য বিষয়ক সম্পাদক সেবাস্তিয়ান উশার বলছেন, এক মাস আগে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এ হামলা চালানো হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। ওই হামলায় ইসরায়েলকে লক্ষ্য করে ২০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান।

SN/FI
আরও পড়ুন