ইসরায়েলের দক্ষিণাঞ্চলে শুক্রবার (২০ জুন) ভোরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলার স্থান থেকে কালো ধোঁয়া দেখা যায়। দক্ষিণ ইসরায়েলের কিছু ভিডিও ফুটেজে বড় ধোঁয়ার কুণ্ডলী, জ্বলন্ত গাড়ি এবং আগুন নিয়ন্ত্রণে জরুরি পরিষেবা কর্মীদের দেখা গেছে। ঘটনাস্থলটি একটি প্রধান সড়ক বলে ধারণা করা হচ্ছে।
তবে ইরানের হামলা ঠিক কখন আঘাত করেছে, তা খনো পরিষ্কার হওয়া যায়নি। আলজাজিরা লিখেছে, এখনো পরিষ্কার নয়, কারণ আমরা কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাইনি যে, কোন লক্ষ্যবস্তুকে ঠিক আঘাত করা হয়েছে।
তিনি আরো বলেন, ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, এখন সুরক্ষিত আশ্রয়স্থল থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে তারা স্পষ্ট করে বলেনি, ঠিক কোথায় ওই ক্ষেপণাস্ত্র বা ক্ষেপণাস্ত্রগুলো পড়েছে।
ইসরায়েলের পক্ষে যুদ্ধে জড়ালে ‘শাস্তি হতে পারে’ ব্রিটিশ প্রধানমন্ত্রীর