বিদ্রোহীদের অভিযানের মুখে পালিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। বর্তমানে তিনি মিত্র দেশ রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। তাকে আশ্রয় দেওয়ার পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি অধিবেশন ডেকেছে রাশিয়া। সোমবার (৯ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ায় বিদ্রোহীরা ক্রান্তিকালীন কর্তৃপক্ষ গঠন করতে চলছে। এমন পরিস্থিতিতে জাতিসংঘের দ্বারস্থ হয়েছে রাশিয়া। তারা নিরাপত্তা পরিষদে জরুরি অধিবেশনের আহ্বান জানিয়েছে।
প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনামলে সিরিয়ার ঘনিষ্ঠ মিত্র হিসেবে কাজ করে আসছে রাশিয়া। বিবিসির মধ্যপ্রাচ্য সংবাদদাতা হুগো বাচেগা এক বিশ্লেষণে বলেছেন, ২০১১ সালে বিরোধীদের শান্তিপূর্ণ বিক্ষোভ নৃশংসভাবে দমন করার কারণে আসাদকে সিরিয়ার মানুষ চিরকাল মনে রাখবে। কারণ, এরপরই গৃহযুদ্ধ শুরু হয়ে যায়। এই যুদ্ধে ৫ লাখের বেশি মানুষ নিহত হয়। এ ছাড়া আরও ৬০ লাখ মানুষ ঘরবাড়ি হারিয়ে শরণার্থী হয়।
তিনি বলেন, রাশিয়া ও ইরানের সমর্থনে বাশার বিদ্রোহ গুঁড়িয়ে দিয়ে এতদিন ক্ষমতায় টিকে ছিলেন। রাশিয়া তার প্রতাপশালী বিমানবাহিনী ব্যবহার করেছে, ইরান সামরিক উপদেষ্টা পাঠিয়েছে। আর প্রতিবেশী লেবাননের হিজবুল্লাহ সশস্ত্র গোষ্ঠী তাদের প্রশিক্ষিত যোদ্ধা পাঠিয়েছে আসাদ বাহিনীকে সহায়তা করার জন্য। মূলত এ তিন শক্তিশালী মিত্রের সহযোগিতার কারণে ২০১১ সালের বিদ্রোহ সামাল দিয়ে ক্ষমতা ধরে রাখতে পেরেছিলেন বাশার।
