ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

এফবিআই পরিচালকের পদত্যাগের ঘোষণা

তাবে ক্রিস্টোফরকে বরখাস্ত করার ইঙ্গিত আগেই দিয়েছিলেন ট্রাম্প। যার পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্তের কথা জানালেন এফবিআইয়ের পরিচালক। 

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ০২:১৮ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিক ক্ষমতা গ্রহণ করবেন আগামী বছরের ২০ জানুয়ারি। তার আগেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) পরিচালক ক্রিস্টোফার রে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিবিসি এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।

তাবে ক্রিস্টোফরকে বরখাস্ত করার ইঙ্গিত আগেই দিয়েছিলেন ট্রাম্প। যার পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্তের কথা জানালেন এফবিআইয়ের পরিচালক। 

ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই নিজের মতো করে প্রশাসন সাজাতে শুরু করেছেন। প্রশাসনের বিভিন্ন পদে যাদের মনোনীত করা হচ্ছে তারা সবাই ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যক্তিবর্গ। এফবিআই-এর প্রধান হিসেবে ট্রাম্পের মনোনয়ন পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক কাশ প্যাটেল।

২০১৭ সালে ক্রিস্টোফারকে দশ বছরের জন্য মনোনীত করেছিলেন ট্রাম্প নিজেই। তবে ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে পরাজিত হওয়ার পর তার বিরুদ্ধে তদন্ত শুরু করে এফবিআই। যার ফলে রিপাবলিকানদের সমালোচনার মুখে পড়েছিলেন রে। 

MB/KK
আরও পড়ুন