সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন হাসপাতালে

ক্লিনটনের কার্যালয়ের উপপ্রধান কর্মকর্তা অ্যাঞ্জেল ইউরেনা এক্সে বলেছেন, জ্বরে আক্রান্ত হওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা এবং পর্যবেক্ষণের জন্য প্রেসিডেন্ট ক্লিনটনকে জর্জটাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৯:২৮ এএম

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন জ্বরে আক্রান্ত হয়েছেন। সোমবার (২৩ ডিসেম্বর) তাঁকে ওয়াশিংটন ডিসির জর্জটাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।

এর আগে, তিনি কয়েকবার অসুস্থ হয়েছিলেন। ক্লিনটনের বয়স বর্তমানে ৭৮ বছর। সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ক্লিনটনের কার্যালয়ের উপপ্রধান কর্মকর্তা অ্যাঞ্জেল ইউরেনা এক্সে বলেছেন, জ্বরে আক্রান্ত হওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা এবং পর্যবেক্ষণের জন্য প্রেসিডেন্ট ক্লিনটনকে জর্জটাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।

২০২১ সালের অক্টোবরে রক্তের সংক্রমণে কারণে ক্লিনটনকে পাঁচ রাত হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল। এ ছাড়া ২০০৪ সালে ৫৮ বছর বয়সে তাঁর হৃৎপিণ্ডে অস্ত্রোপচার করা হয়। এরপর থেকে তাঁকে জীবনযাপনের ধারা পরিবর্তনের পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা। জীবনধারা বদলের নিজের চেষ্টা নিয়ে জনসম্মুখে কথাও বলেছিলেন ক্লিনটন।

MB/KK
আরও পড়ুন