ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

স্লোভাকিয়ার মধ্যস্থতায় ইউক্রেনের সঙ্গে শান্তিচুক্তিতে রাজি পুতিন

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ১১:৪৭ এএম

রাশিয়া-ইউক্রেনের মধ্যে শান্তিচুক্তির জন্য স্লোভাকিয়ার মধ্যস্থতায় আপত্তি নেই মস্কোর।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

পুতিন জানান, ইউক্রেন যুদ্ধ নিয়ে স্লোভাকিয়া আলোচনা করতে চাইলে তাকে স্বাগত জানায় রাশিয়া। তিনি বলেন, মস্কো-কিয়েভ সংঘাত নিয়ে নিরপেক্ষ অবস্থান ইউরোপীয় ইউনিয়ন জোটভুক্ত এই দেশটির। তাই স্লোভাকিয়ার মধ্যস্থতায় আলোচনায় ভরসা করতে পারে পুতিন প্রশাসন।

২০২৩ সালে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হন রবার্ট ফিকো। এরপর থেকেই ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের ঢালাও সহায়তার বিরোধিতা করে আসছেন তিনি।

এদিকে স্লোভাকিয়ায় ফিকোর বিরোধীরা অভিযোগ করেছেন, পুতিনের সঙ্গে বৈঠক না করে প্রধানমন্ত্রীর ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসা উচিত ছিল।

JA
আরও পড়ুন