ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

হোয়াইট হাউস থেকে শূন্য হাতে জেলেনস্কি

আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০২:১৯ পিএম

ইউক্রেইনে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র পাঠাতে প্রস্তুত নন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এমন কথা বলার পর ইউক্রেইন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে শূন্য হাতে হোয়াইট হাউসের বৈঠক থেকে ফিরতে হয়েছে।

বৈঠকের পর ইউক্রেইন প্রেসিডেন্ট টমাহক প্রসঙ্গ এড়িয়ে গিয়ে বলেছেন, বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে তিনি ও ট্রাম্প দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে কথা বললেও এ বিষয়ে মন্তব্য না করার সিদ্ধান্ত নিয়েছেন, কারণ উত্তেজনা বাড়ুক এমনটা চায় না যুক্তরাষ্ট্র ।

বিবিসি জানিয়েছে, ট্রাম্প সোশাল মিডিয়ায় দেওয়া পোস্টে কিইভ ও মস্কোকে ‘যেখানে আছে সেখানে থামতে’ ও যুদ্ধ বন্ধ করতে আহ্বান জানান। মার্কিন প্রেসিডেন্ট ফোনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলার একদিন পর হোয়াইট হাউসে ট্রাম্প-জেলেনস্কি বৈঠকটি হল।

এর আগে জেলেনস্কি বলেন, টমাহক দিয়ে রাশিয়ার তেল ও জ্বালানি স্থাপনায় হামলা চালানো গেলে তা পুতিনের যুদ্ধ অর্থনীতিকে বেকায়দায় ফেলবে।

শুক্রবার (১৭ অক্টোবর) ট্রাম্প বলেন, আশা করছি দূরপাল্লার টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ইউক্রেইনের দরকার নেই। টমাহকের কথা ভাবা ছাড়াই আমরা যুদ্ধ শেষ করতে পারবো বলে আশা করছি।  এই ক্রুজ ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্রের বেশি দরকার বলেও মন্তব্য করেছেন তিনি।

তিনি আরও বলে, এই ক্ষেপণাস্ত্র পাঠালে উত্তেজনা বেড়ে যেতে পারে, তবে আমরা এ নিয়ে কথা বলবো।   

টমাহকের কল্যাণেই পুতিন তড়িঘড়ি ট্রাম্পের সঙ্গে বৈঠক করছেন কিনা, এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ক্ষেপণাস্ত্রের হুমকি ভালো, কিন্তু সেই হুমকি তো সবসময় থাকেই।

MH/SN
আরও পড়ুন