ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সুইডেনের স্কুলে বন্দুক হামলায় নিহত ১০

‘সুইডেনের প্রধানমন্ত্রী এ হামলাকে দেশের ইতিহাসে সবচেয়ে জঘন্য হত্যাকাণ্ড বলে বর্ণনা করেছেন। কোনও আদর্শিক উদ্দেশ্য ছাড়াই এ হামলা হয়েছে।’

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৫ পিএম

সুইডেনের একটি স্কুলে একজন বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ৫ জন। দেশটির পুলিশ বুধবার (৫ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে। সূত্র: এএফপি।

সুইডেনের প্রধানমন্ত্রী এ হামলাকে দেশের ইতিহাসে সবচেয়ে জঘন্য হত্যাকাণ্ড বলে বর্ণনা করেছেন। কোনও আদর্শিক উদ্দেশ্য ছাড়াই এ হামলা হয়েছে। তবে অপরাধী একাই এই ঘটনা ঘটিয়েছে বলে ধারনা করা হচ্ছে। 

পুলিশ এএফপিকে জানায়, হামলাকারীসহ ১১ জন নিহত হয়েছে। সুইডেনের পশ্চিমাঞ্চলে ওরেব্রো শহরে এ হত্যাকাণ্ড ঘটে। 

আহতদের সংখ্যা বা তাদের অবস্থা কতটা গুরুতর সে সম্পর্কে পুলিশ কোনও মন্তব্য করেনি। ওরেব্রো পুলিশ জানিয়েছে, গুলি চালানোর উদ্দেশ্য এখনও জানা যায়নি। পুলিশ নিহতদের পরিচয় বা বয়স সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করেনি। 

যদিও এই ধরনের গুলিবর্ষণের ঘটনা বিরল। সুইডেনে স্কুলে হামলার ঘটনা বিরল হলেও সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে কয়েকটি বড় হামলা ঘটেছে। ২০২২ সালের মার্চে মালমোতে ১৮ বছর বয়সী এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে দুই শিক্ষক নিহত হন। 

AA
আরও পড়ুন