ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ফের হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪৫ পিএম

কংগ্রেস নেত্রী এবং রাজ্যসভা সদস্য সোনিয়া গান্ধীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার তাকে নয়াদিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংবাদ সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এদিকে কলকাতার ‘এই সময়’ এর প্রতিবেদনে বলা হয়েছে, সোনিয়া এখন সুস্থ আছেন। স্যার গঙ্গারাম হাসপাতালের চিকিৎসকদের একটি দল তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। সব কিছু ঠিক থাকলে শুক্রবারই তাকে ছেড়ে দেওয়া হতে পারে।

এর আগে দুইবার কোভিডে আক্রান্ত হয়েছিলেন তিনি। কোভিড থেকে সেরে উঠলেও শারীরিক নানা জটিলতা পিছু ছাড়েনি তার। গত ডিসেম্বরেও তিনি বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন।

২০১১ সালের অগস্টে নিউ ইয়র্কের মেমোরিয়াল স্লোয়ান-কেটরিং ক্যান্সার সেন্টারে তার সার্ভিক্যাল ক্যান্সারের অস্ত্রোপচার সফল হয়েছিল। প্রসঙ্গত, ২০২৪ সালের ডিসেম্বরে ৭৮ বছর বয়সে পা রেখেছেন সোনিয়া। 

JA
আরও পড়ুন