টেলিগ্রামে হামাসের বিবৃতি, বন্দিদের মুক্তি না দিলে আলোচনা স্থগিত

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২২ এএম

ইসরায়েল যদি ৬০২ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি না দেয়, তবে তাদের সঙ্গে আলোচনা স্থগিত করা হবে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে হামাসের কর্মকর্তা মাহমুদ মারদাউই এ কথা জানান। 

তিনি বলেন, শনিবার (২২ ফেব্রুয়ারি) গাজা থেকে ছয় ইসরায়েলি বন্দির বিনিময়ে ৬২০ ফিলিস্তিনির মুক্তির প্রতিশ্রুতি ছিল। ইসরায়েল যেন তাদের আগের প্রতিশ্রুতি পালন করে এবং ৬২০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়। বন্দি বিনিময়ে মধ্যস্থতাকারীদের তিনি ইসরায়েলকে চাপ দিতে বলেছিলেন। 

হামাস এই পদক্ষেপটিকে স্পষ্ট যুদ্ধবিরতি লঙ্ঘন বলে অভিহিত করেছে এবং ইসরায়েল যদি বন্দি মুক্তি না দেয় তবে তারা আলোচনা স্থগিত করবে বলে ঘোষণা করেছে।

এ বিষয়ে মিশরীয় কর্মকর্তা জানিয়েছেন, ফিলিস্তিনি বন্দি মুক্তি না হওয়া পর্যন্ত মিশর ইসরায়েলের অন্য কোনো দাবি নিয়ে আলোচনা করবে না। সূত্র: এপি

SN
আরও পড়ুন