ঢাকা
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বেড়েছে কুমিরের উৎপাত, অঞ্চলজুড়ে আতঙ্ক

আপডেট : ১৮ মার্চ ২০২৫, ১২:০৯ পিএম

ইন্দোনেশিয়ার পশ্চিম সুলেওসি অঞ্চলে বেড়েই চলছে কুমির আতঙ্ক। গত এক বছরে কুমিরের হামলার শিকার হয়েছেন অন্তত ১৮০ জন। কর্তৃপক্ষ নানা উদ্যোগ নিলেও আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে জানায়, ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের মামুজু অঞ্চলে বেড়েছে কুমিরের আতঙ্ক, যেখানে বুদং-বুদং নদী সমুদ্রের সঙ্গে মিলিত হয়েছে। নদী বা জলাশয়ে নয়, বাড়ির কাছেই কুমিরের উৎপাত। ৭ মাস আগে বাড়ির বাইরে ময়লা ফেলতে গিয়ে কুমিরের আক্রমণের শিকার হন এক বাসিন্দা। কোনোমতে প্রাণে বেঁচে ফেরেন তিনি। কুমিরের ভয়ে নদী বা সমুদ্রের ধারে যাওয়া কমিয়ে দিয়েছেন বাসিন্দারা।

হামলার শিকার ওই বাসিন্দা বলেন, আমি খুবই আতঙ্কিত। আমি সমুদ্রে যেতে চাই না। এমনকি ঘরের পেছনেও যেতে চাই না। কোথাও যাওয়ার সাহস নেই আমার। বাচ্চাদেরও নিষেধ করেছি নদীর ধারে যেতে।

এ অবস্থায় স্থানীয়দের সতর্ক করতে নানা ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। গ্রামজুড়ে লাগানো হয়েছে সতর্কতামূলক সাইনবোর্ড। কুমির যাতে বসতবাড়ির আশপাশে ঘোরাফেরা না করতে পারে, সেজন্য রাতের বেলায় টহলের ব্যবস্থা করা হয়েছে।

এ ছাড়া কুমির সংরক্ষণ ও অর্থনৈতিকভাবে ব্যবহারের কথা ভাবছে স্থানীয় কর্তৃপক্ষ। প্রশাসনের নানা উদ্যোগের পরও কুমির আতঙ্ক কমেনি স্থানীয় বাসিন্দাদের। তবে এই প্রাণীদের পাশাপাশি বসবাসের উপায় খুঁজছেন বাসিন্দারা। শিখছেন প্রয়োজনীয় কৌশলও।

JA
আরও পড়ুন