ঢাকা
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গাজায় ইসরায়েলি হামলায় হুথির নিন্দা

 ‘ইয়েমেন তাদের সমর্থন ও সহায়তা অব্যাহত রাখবে। সংঘর্ষের পদক্ষেপ আরো বাড়িয়ে তুলবে।’

আপডেট : ১৮ মার্চ ২০২৫, ০৪:৫৯ পিএম

গাজায় ইসরায়েলের পুনরায় হামলার নিন্দা জানিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। হুথি বিদ্রোহীরা এই মাসের শুরুতে লোহিত সাগরে ইসরাইলি জাহাজে হামলার হুমকি দেওয়ার পর তারা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন আরো তীব্রতর করার প্রতিশ্রুতি দিয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) সানা থেকে এএফপি এ খবর জানায়।

হুথিদের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদ এক বিবৃতিতে জানিয়েছে, ‘গাজা উপত্যকার বিরুদ্ধে ইহুদি শত্রুর আগ্রাসন পুনরায় শুরু করার নিন্দা জানাই। এই যুদ্ধে ফিলিস্তিনি জনগণকে একা রাখা হবে না। ইয়েমেন তাদের সমর্থন ও সহায়তা অব্যাহত রাখবে। সংঘর্ষের পদক্ষেপ আরো বাড়িয়ে তুলবে।’

ফিলিস্তিনের গাজা উপত্যকায় মঙ্গলবার ভোরে একাধিক স্থানে একযোগে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে ৩৪০ জনে দাঁড়িয়েছে। নিহত ফিলিস্তিনিদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে বর্বর এই হামলা চালায় ইসরায়েল। গাজার উত্তরাঞ্চল, গাজা সিটি, দেইর আল বালাহ, খান ইউনিস এবং রাফাসহ বেশ কয়েকটি জায়গায় বিমান হামলার চালিয়েছে তারা।

এদিকে, এই হামলা অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তারা স্বীকার করেছে যে, ‘একাধিক জায়গায় তারা হামলা চালিয়েছে। প্রয়োজন মতো হামলা চলবে এবং এটা শুধু বিমান হামলার মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলে জানিয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্স।’

Fj
আরও পড়ুন