ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। শনিবার ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির।
প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৭ এপ্রিল) ওয়াশিংটনে অনুষ্ঠেয় বৈঠকে নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে শুল্ক এবং ইরানের হুমকিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।
সম্প্রতি দুই দেশ অত্যন্ত জটিল কিছু বিষয় মোকাবেলা করছে। যার মধ্যে রয়েছে, ট্রাম্পের ইসরায়েলি আমদানির ওপর ১৭ শতাংশ শুল্ক আরোপ। গাজায় যুদ্ধবিরতির বিষয় এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ।
নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে ‘শুল্ক আরোপ, গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনার চেষ্টা, ইসরায়েল-তুরস্ক সম্পর্ক, ইরানের হুমকি এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে লড়াই’ নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।
এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালত ইতোমধ্যেই ইসরায়েলি নেতাকে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত করেছে।
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এটি হবে তাদের দ্বিতীয় মুখোমুখি বৈঠক। এ বৈঠক এমন এক সময় হতে যাচ্ছে, যখন ইসরায়েল গাজায় নতুন একটি নিরাপত্তা করিডোরে সৈন্য মোতায়েন করেছে, যা হামাসকে চাপে রাখতে একটি কৌশল বলে ধারণা করা হচ্ছে। নেতানিয়াহুর প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, ইসরায়েল গাজার বিশাল অংশ দখল করে সেগুলোকে 'নিরাপত্তা অঞ্চল'-এ পরিণত করবে।
ইসরায়েল ঘোষণা দিয়েছে, তারা গাজায় যুদ্ধ চালিয়ে যাবে যতক্ষণ না হামাস ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় অপহরণ করা সব বন্দিকে ফিরিয়ে দেয়, অস্ত্র সমর্পণ করে এবং অঞ্চলটি ছেড়ে যায়। বর্তমানে গাজায় খাদ্য, জ্বালানি ও মানবিক সাহায্য প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
