২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল, শিক্ষককে লাথি

আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ১১:৩১ এএম

ভারতের পশ্চিমবঙ্গে একসঙ্গে চাকরি বাতিল হয়েছে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর। চাকরি বাতিল হয়ে যাওয়ায় সংকটে পড়েছে পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা ব্যবস্থা। ছাত্রদের পড়াবেন কে তা নিয়ে চিন্তিত অভিভাবকরা।

এদিকে চাকরি হারানো শিক্ষকদের দাবি, রাজনীতির শিকার হয়েছেন তারা। শিগগির চাকরি ফেরতের দাবি তাদের। আর এই দাবিতে আন্দোলন করে পুলিশের লাঠিপেটা ও লাথির শিকার হতে হয়েছে শিক্ষকদের।

সুন্দরবন অঞ্চলের প্রত্যন্ত এলাকা ঝড়খালির বিরিঞ্চিবাড়ি সুরেন্দ্রনাথ বালিকা বিদ্যালয়ে খোঁজ নিয়ে দেখা যায়, স্কুলটিতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ানো হয়, ছাত্রীর সংখ্যা ৪৯৮ জন। গত সপ্তাহে ভারতের সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে, ২০১৬ সালে নিযুক্ত প্রায় ২৬ হাজার স্কুল শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করতে হবে। তখনই ঝড়খালির ওই স্কুলটির প্রধান শিক্ষিকা থেকে শুরু অভিভাবকরা দুশ্চিন্তায় পড়েন।

স্কুলটির প্রধান শিক্ষিকা বলেন, রায়টা শুনে হয়তো যেসব সহকর্মী শিক্ষক-শিক্ষিকাদের চাকরি বাতিল হলো, তাদের কথাই প্রথমে মাথায় আসা উচিত ছিল। কিন্তু বিশ্বাস করুন, আমার প্রথমে মনে হয়েছিল, আমার ছাত্রীদের কী হবে! ওদের কে পড়াবে এখন?

এ নিয়ে বৃহস্পতিবার চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মী এবং নাগরিক সমাজের অনেক মানুষ কলকাতায় একটা মিছিল করেছেন।

এই পরিস্থিতিতেই শুক্রবার (১১ এপ্রিল) শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে চাকরি হারা শিক্ষকদের বৈঠক হওয়ার কথা আছে।

JA
আরও পড়ুন