ঢাকা
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ভারত-পাকিস্তান ইস্যুতে নাক গলাতে চায় না যুক্তরাষ্ট্র

আপডেট : ০৯ মে ২০২৫, ০৯:৪৫ এএম

দক্ষিণ এশিয়ায় নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনা। দুই দেশের হামলা-পাল্টা হামলার ঘটনায় পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। তবে এই দ্বিপাক্ষিক সংঘাতের বিষয়ে নাক গলাতে অনিচ্ছুক যুক্তরাষ্ট্র।

এই সংঘাত যুক্তরাষ্ট্রের সরাসরি কোনো বিষয় নয় জানিয়ে দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র এই লড়াইয়ে জড়াতে চায় না, বরং উত্তেজনা প্রশমনে সীমিত মাত্রায় ভূমিকা রাখতে পারে।

শুক্রবার (৯ মে) টিআরটি গ্লোবাল জানায়, এক ফক্স নিউজ সাক্ষাৎকারে জেডি ভ্যান্স বলেন, আমরা শুধু চাই, ভারত ও পাকিস্তান নিজেদের উত্তেজনা প্রশমিত করুক। কিন্তু এটি এমন একটি সংঘাত, যার ওপর আমাদের সরাসরি নিয়ন্ত্রণ নেই, এবং এর সঙ্গে আমাদের স্বার্থও জড়িত নয়। তাই আমরা এতে সামরিকভাবে জড়াবো না।

তিনি আরও বলেন, ওয়াশিংটন এই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে, কিন্তু সরাসরি কোনো হস্তক্ষেপ করার পরিকল্পনা নেই।

এদিকে, বর্তমান মার্কিন প্রশাসনের অবস্থান কিছুটা ভিন্ন হলেও, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতীতে বেশ সরব ছিলেন এই ইস্যুতে। বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিসে তিনি বলেছিলেন, আমি দুই দেশকেই ভালোভাবে চিনি। চাই তারা শান্তিপূর্ণভাবে সমাধানে পৌঁছাক।

বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের এমন নিরপেক্ষ ও সীমিত ভূমিকা দক্ষিণ এশিয়ার কূটনৈতিক চিত্রে এক গুরুত্বপূর্ণ বার্তা দেয়। ভারত-পাকিস্তান উভয়ের কাছেই এটি ইঙ্গিত, বৈশ্বিক শক্তিগুলো আর মধ্যস্থতায় ততটা সক্রিয় নয় বরং প্রত্যাশা, দুই দেশ নিজেরাই সমাধানের পথ খুঁজে নেবে।

JA
আরও পড়ুন