ঢাকা
সোমবার, ১৬ জুন ২০২৫, ২ আষাঢ় ১৪৩২

দক্ষিণ সুদানে সংঘর্ষে ৭৫ জন নিহত: জাতিসংঘ

আপডেট : ২৪ মে ২০২৫, ১২:৪৩ পিএম

দক্ষিণ সুদানের সেনাবাহিনী ও প্রেসিডেন্ট সালভা কিইরের প্রতিদ্বন্দ্বী যোদ্ধাদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৭৫ জন নিহত হয়েছেন। গত ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত নিহতের ঘটনাগুলো ঘটে।  

শুক্রবার (২৩ মে) জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার তুর্ক এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন। যা নাইরোবি থেকে বার্তা সংস্থা এএফপি নিশ্চিত করেছে।

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, বিবৃতিতে ফলকার তুর্ক বলেছেন, বিশ্বের নবীন এ রাষ্ট্রটিতে আরও কয়েক ডজন আহত হয়েছে এবং হাজার হাজার মানুষ তাদের ঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

তিনি জানান, কিইরের এসএসপিডিএফ ও মাচারের এসপিএলএ-আইও এবং তাদের নিজ নিজ মিলিশিয়াদের মধ্যে সংঘর্ষে অন্তত ৭৫ জন বেসামরিক লোক নিহত এবং ৭৮ জন আহত হয়েছেন। হাজার হাজার লোক তাদের বাড়িঘর থেকে বাস্তুচ্যুত হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, জংলেই রাজ্য ও আপার নীল অঞ্চলে এসপিএলএ-আইও’র অবস্থানের বিরুদ্ধে দক্ষিণ সুদানের সেনাবাহিনীর ‘নির্বিচারে বিমানের মাধ্যমে বোমাবর্ষণ, নদী ও স্থলে হামলার খবর পাওয়া গেছে।

দক্ষিণ সুদান ২০১১ সালে সুদান থেকে স্বাধীনতা লাভ করে। ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত দেশটি গৃহযুদ্ধে নিমজ্জিত ছিল। এতে প্রায় চার লাখ মানুষের প্রাণহানি এবং ৪০ লাখ মানুষ বাস্তুচ্যুত হন।

RA
আরও পড়ুন