মালয়েশিয়ায় জিলহজ বা ঈদুল আজহার চাঁদ দেখা যায়নি। দেশটির ধর্ম বিষয়ক কর্তৃপক্ষ জানিয়েছে,মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় দেশজুড়ে চাঁদ দেখার প্রচেষ্টা চালানো হলেও কোথাও চাঁদের দেখা মেলেনি। ফলে চলতি বছরের জিলকদ মাস ৩০ দিন পূর্ণ করবে।
দেশটি জানিয়েছে, ২৯ মে (বুধবার) থেকে মালয়েশিয়ায় জিলহজ মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী, দেশটিতে ঈদুল আজহা উদ্যাপিত হবে আগামী ৭ জুন, শনিবার।
এদিকে, মালয়েশিয়ার পাশের দেশ এবং বিশ্বের বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীর আবাসস্থল ইন্দোনেশিয়ায় এদিন চাঁদ দেখা গেছে। ফলে সেখানে জিলহজ মাস শুরু হবে এক দিন আগে, অর্থাৎ ২৮ মে থেকে, আর ঈদুল আজহা পালিত হবে ৬ জুন, শুক্রবার।
এদিকে মধ্যপ্রাচ্যসহ অন্যান্য মুসলিম দেশেও চলছে চাঁদ দেখার কার্যক্রম। যদি আজ সৌদি আরবে চাঁদ দেখা যায়, তাহলে ৫ জুন হবে আরাফাত দিবস এবং ৬ জুন উদ্যাপিত হবে ঈদুল আজহা। উল্লেখ্য, জিলহজ মাসের চাঁদ দেখার মাধ্যমেই হজ এবং ঈদুল আজহার তারিখ নির্ধারণ করা হয়ে থাকে। সূত্র: গালফ নিউজ
