ফোরদো পারমাণবিক স্থাপনার কাছে ইসরায়েলি ড্রোন ভূপাতিত করলো ইরান

আপডেট : ১৩ জুন ২০২৫, ১১:১৫ পিএম

ইরানের ফোরদো পারমাণবিক স্থাপনার কাছে ইসরায়েলের একটি ড্রোন ভূপাতিত করেছে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী। শুক্রবার ইরানি সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।

ফার্স নিউজ জানায়, ফোরদো এলাকার আকাশে দুটি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সময়ে প্রেস টিভি জানায়, তেহরানের দক্ষিণে ইসরায়েলি ক্ষেপণাস্ত্রও প্রতিহত করা হয়েছে।

ফোরদো হচ্ছে ইরানের গোপন পারমাণবিক স্থাপনাগুলোর একটি। এটি পাহাড়ের নিচে তৈরি। এখানে ইরান প্রায় বোমা মানের মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছিল বলে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা এক প্রতিবেদনে জানিয়েছিল।

ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরানে তাদের হামলা অব্যাহত রয়েছে। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও ড্রোন লঞ্চিং অবকাঠামো তাদের মূল নিশানা।

আইডিএফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামির বলেন, আমরা প্রতিরক্ষা ও আক্রমণ—এই দুই প্রধান কৌশল নিয়ে কাজ চালিয়ে যাচ্ছি। আরও কঠিন মুহূর্ত আসবে এবং তার জন্য প্রস্তুত থাকতে হবে।

তিনি বলেন, আমরা পূর্ণ শক্তি ও দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছি, যাতে নির্ধারিত লক্ষ্য অর্জন সম্ভব হয়।

শুক্রবার ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে। এর আগে মৃতের সংখ্যা ছিল ৮। ইরনার খবরে বলা হয়েছে, পূর্ব আজারবাইজান প্রদেশে ১১টি স্থানে হামলায় আরও ৩৫ জন আহত হয়েছেন।

এদিকে ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করতে কাজ করছে আইডিএফ। এই হামলার পর জেরুজালেম ও পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলে সতর্কতা সাইরেন বেজে ওঠে।

সূত্র: রয়টার্স, আল জাজিরা, টাইমস অব ইসরায়েল

MMS
আরও পড়ুন