ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ইরান-ইসরায়েল সংঘাত

দ. চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের পথে মার্কিন বিমানবাহী রণতরী

আপডেট : ১৭ জুন ২০২৫, ১২:৪৭ এএম

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল যুদ্ধের উত্তাপ বাড়তে থাকায় দক্ষিণ চীন সাগর ত্যাগ করে মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিয়েছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস নিমিটজ। সোমবার সকালে মেরিন ট্রাফিক নামের জাহাজে নজরদারির চালানোর ওয়েবসাইটের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

দুটি সূত্র জানিয়েছে, প্রথম পরিকল্পনা ছিল চলতি সপ্তাহেই ভিয়েতনামের দানাং শহরে নোঙর করবে ইউএসএস নিমিটজ। তবে ২০ জুনের নির্ধারিত আনুষ্ঠানিক সংবর্ধনা বাতিল করা হয়েছে।

এক সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের হ্যানয় দূতাবাস জানিয়েছে, জরুরি সামরিক কার্যক্রমের কারণে রণতরীর দানাং সফর বাতিল করা হয়েছে।

এ বিষয়ে দূতাবাস তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।

ইউএস প্যাসিফিক ফ্লিটের ওয়েবসাইট অনুযায়ী, গত সপ্তাহে নিমিটজ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ দক্ষিণ চীন সাগরে সামুদ্রিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করেছিল। এটিকে যুক্তরাষ্ট্রের রুটিন উপস্থিতি হিসেবে বিবেচনা করা হয়।

মেরিন ট্রাফিকের সর্বশেষ তথ্য বলছে, সোমবার সকালে নিমিটজ রণতরী পশ্চিম দিকে অগ্রসর হচ্ছিল। এই রণতরীর গন্তব্য মধ্যপ্রাচ্য হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে, যা ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি জোরদারের ইঙ্গিত দিচ্ছে।

MMS
আরও পড়ুন