ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

যুদ্ধের ঘোষণা দিলেন আয়াতুল্লাহ আলী খামেনি

আপডেট : ১৮ জুন ২০২৫, ০৯:০৪ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনিকে হত্যার হুমকি দেওয়ার পর প্রথম বিবৃতি এলো। যুদ্ধের ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। 

আলী খামেনি এক্স হ্যান্ডেল এ লিখেছেন, ‘মহান হায়দারের নামে যুদ্ধ শুরু হচ্ছে।’ ইসলামি খেলাফতের চতুর্থ খলিফা হজরত আলীর (রা.) উপনাম হায়দার। তিনি আরও লিখেন, সন্ত্রাসী শাসনের বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে। কোনো দয়া দেখাব না আমরা ।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুদ্ধ শুরুর ঘোষণা দেন এবং ইসরায়েলিদের প্রতি দয়া না দেখানোর কথা বলেন। এর কিছু সময় পরেই ইরান ইসরায়েলের ওপর দুই দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

এই হামলা হয় সোমবার (১৭ জুন) রাত মাঝামাঝি এবং মঙ্গলবার (১৮ জুন) ভোরের দিকে। তখন ইসরায়েলের বিভিন্ন এলাকায় বড় বড় বিস্ফোরণের শব্দ শোনা যায়।

দ্য টাইমস অব ইসরায়েল জানায়, রাত ১২টা ৪০ মিনিটের পর থেকে ইসরায়েলের অনেক জায়গায় রকেট হামলার সতর্ক সংকেত বাজতে শুরু করে। তখন প্রায় ১৫টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এরপর প্রায় ৪০ মিনিট পর আবার ১০টির মতো ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছোড়া হয়।

হামলার কিছুক্ষণ আগে ইসরায়েলি সেনাবাহিনী (IDF) জনগণকে সতর্ক করে এবং সবাইকে নিরাপদ আশ্রয়ে যেতে বলে। প্রতিটি হামলার পর তারা জানিয়ে দেয় কবে আশ্রয় কেন্দ্র থেকে বের হওয়া নিরাপদ।

সর্বশেষ খবরে বলা হয়েছে, যেসব জায়গায় ক্ষেপণাস্ত্র পড়েছে সেখানে উদ্ধারকারী দল পৌঁছেছে। তবে নতুন করে আবার হামলা হতে পারে—এই আশঙ্কায় উদ্ধার কাজ কিছুটা ব্যাহত হচ্ছে।

আরও পড়ুন