ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন দ্বীপ বালির কাছে একটি ফেরি ডুবে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৪ জনের মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। এখনও ৪১ জন নিখোঁজ রয়েছেন। ফেরিটিতে মোট ৬৫ জন আরোহী ছিলেন।
দেশটির জাতীয় উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, চারজন যাত্রী ফেরির লাইফবোট ব্যবহার করে নিজেদের রক্ষা করেছিলেন এবং বৃহস্পতিবার ভোরে তাদের উপকূলে পাওয়া যায়। এখন পযর্ন্ত ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের উদ্ধারে অভিযান চলছে। খবর আল জাজিরা ও এএফপির।
ইন্দোনেশিয়ার ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসক্যু এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার (২ জুলাই) গভীর রাতে পূর্ব জাভার কেতাপাং বন্দর থেকে বালি দ্বীপের গিলিমানুক বন্দরের উদ্দেশে ছেড়ে যাওয়ার প্রায় আধা ঘণ্টা পর কেএমপি টুনু প্রাতামা জায়া নামের ফেরিটি ডুবে যায়।
ফেরিটিতে মোট ৬৫ জন মানুষ ছিল। এর মধ্যে ৫৩ জন যাত্রী এবং ১২ জন নাবিক। এছাড়া ১৪টি ট্রাকসহ ২২টি যানবাহন ছিল বলে জানা গেছে।
ফেরিডুবির পর রাতেই উদ্ধার অভিযান শুরু হয়। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ ৪ জনের মতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের অনেকেই ঘণ্টার পর ঘণ্টা সাগরের উত্তাল পানিতে ভেসে থাকতে থাকতে অচেতন হয়ে পড়েছিলেন।
ইন্দোনেশিয়ায় ফেরিডুবি, ৪৩ যাত্রী নিখোঁজ