ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সৌদি আরবের ‘ঘুমন্ত রাজপুত্র’ আল ওয়ালিদ মারা গেছেন

আপডেট : ২০ জুলাই ২০২৫, ১২:২২ পিএম

প্রায় ২০ বছর কোমায় থাকার পর মারা গেছেন সৌদি রাজপুত্র আল ওয়ালিদ বিন খালেদ বিন তালালতিনি স্লিপিং প্রিন্স নামে পরিচিত ছিলেন শনিবার (১৯ জুলাই) তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার বাবা প্রিন্স খালেদ বিন তালাল

২০০৫ সালে যুক্তরাজ্যের লন্ডনে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে কোমায় চলে যান প্রিন্স আল ওয়ালিদ। এরপর তিনি প্রায় দুই দশক ধরে কোমায় ছিলেন। মাঝে মধ্যে সামান্য নড়াচড়া করলেও জ্ঞান ফিরেনি কখনোই। পুরো সময়টাই নিবিড় চিকিৎসা তত্ত্বাবধানে রাখা হয় তাকে। এই কারণেই ‘স্লিপিং প্রিন্স’ নামে পরিচিত হয়ে উঠেন আল ওয়ালিদ।

তার বাবা প্রিন্স খালেদ সবসময়ই তার জীবন রক্ষার জন্য জীবন রক্ষাকারী যন্ত্র খুলে নেওয়ার বিরুদ্ধে ছিলেন। তিনি বিশ্বাস করতেন, জীবন ও মৃত্যুর সিদ্ধান্ত একমাত্র সৃষ্টিকর্তার হাতে।

প্রিন্স আল ওয়ালিদের এই দীর্ঘ চিকিৎসাজনিত সংগ্রাম সৌদি আরবসহ বিশ্বজুড়ে কোটি মানুষের সহানুভূতি কুড়ায়। তার পরিস্থিতি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘদিন ধরে আলোচনা ও দোয়ার অনুরোধ চলতে থাকে।

বাবা প্রিন্স খালেদ জানিয়েছেন, রোববার আসরের নামাজের পর রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে প্রিন্স আল ওয়ালিদের জানাজা অনুষ্ঠিত হবে।

তার মৃত্যুর মধ্য দিয়ে অবসান হলো এক দীর্ঘ ও হৃদয়স্পর্শী অধ্যায়ের, যা বহু মানুষের হৃদয় ছুঁয়ে গেছে।

সোর্স/সৌদি গেজেট

khk
আরও পড়ুন