অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মধ্যে এইউকেইউএস পারমাণবিক সাবমেরিন অংশীদারিত্বের অধীনে সহযোগিতা জোরদার করার জন্য যুক্তরাজ্যের সঙ্গে দীর্ঘমেয়াদি একটি চুক্তিতে সম্মত হয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে জিলং শহরে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস এবং যুক্তরাজ্যের প্রতিরক্ষা সচিব জন হিলি এই চুক্তিতে স্বাক্ষর করেন। সে অনুযায়ী, পারমাণবিক সাবমেরিন তৈরি ও আদান-প্রদানে আগামী ৫০ বছর দুই দেশ একে অপরকে সহযোগিতা করবে।
শনিবার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টের মাধ্যমে এ ঘোষণা দেন অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস। খবর আনাদোলু এজেন্সির।
সেখানে তিনি বলেন, ‘আজ বিকেলে আমি যুক্তরাজ্যের প্রতিরক্ষা সচিব জন হিলির সাথে দেখা করে জিলং চুক্তি স্বাক্ষর করেছি। অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্যের মধ্যে এটি একটি ঐতিহাসিক চুক্তি, যা আগামী পঞ্চাশ বছর ধরে এইউকেইউএস প্রদানের জন্য আমাদের ঘনিষ্ঠভাবে সহযোগিতা করবে। বিশ্বব্যাপী নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য যুক্তরাজ্যের সাথে আমাদের ঘনিষ্ঠ বন্ধুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
নতুন এই চুক্তিতে এসএসএন-এইউকেইউএস সাবমেরিনের নকশা, নির্মাণ, পরিচালনা, রক্ষণাবেক্ষণ এবং নিষ্পত্তির ক্ষেত্রে ব্যাপক সহযোগিতা অন্তর্ভুক্ত রয়েছে। শুধু তাই নয়, এই কর্মসূচির জন্য প্রয়োজনীয় কর্মী, অবকাঠামো এবং সিস্টেম উন্নয়নের ক্ষেত্রেও একে অপরকে সহযোগিতা করে যাবে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া।
এর আগে, ২০২১ সালের সেপ্টেম্বরে এইউকেইউএস চুক্তিতে স্বাক্ষর করেছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া। তবে, দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর জুন মাসে ৩৬৮ বিলিয়ন অস্ট্রেলীয় ডলারের এইউকেইউএস চুক্তির পর্যালোচনা শুরু করেন ডোনাল্ড ট্রাম্প, যেখানে আমেরিকা ফার্স্ট নীতি বিবেচনা করেন তিনি।
এ অবস্থায় গত শুক্রবার (২৫ জুলাই) পূর্ব অস্ট্রেলিয়ার সিডনি শহরে অনুষ্ঠিত উভয় দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীদের মধ্যে একটি বৈঠকের সময় একটি নতুন দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করতে সম্মত হয় যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া।
