ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ইন্দোনেশিয়ায় ৬.৩ মাত্রার ভূমিকম্প

আপডেট : ১২ আগস্ট ২০২৫, ০৬:৪৮ পিএম

ইন্দোনেশিয়ায় পাপুয়া উপকূলে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৮টা ২৪ মিনিটে দেশটিতে ভূমিকম্প অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপের (ইউএসজিএস) তথ্যমতে, ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি রেকর্ড করা হয়। এর কেন্দ্রস্থল ছিল ইন্দোনেশিয়ার উপকূলীয় জনবহুল শহর আবেপুরা থেকে ১৯৪ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে।

প্রাথমিকভাবে ইউএসজিএস ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ৫ বলে জানিয়েছিল, পরে তা সংশোধন করে ৬ দশমিক ৩ করা হয়। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। কোনো সুনামি সতর্কতাও নেই।

MH/FJ
আরও পড়ুন