ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ভারত সফরে আসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই

আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০৯:৪২ পিএম

ভারত-চীন সীমান্ত ইস্যু নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিতে আগামী সপ্তাহে নয়াদিল্লি সফর করবেন চীনের প্রধান কূটনীতিক ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। একই সঙ্গে দুই দেশ পাঁচ বছর বন্ধ থাকা সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর সম্ভাবনাও খতিয়ে দেখছে।

শনিবার (১৬ আগস্ট) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ওয়াং ই আগামী ১৮ থেকে ২০ আগস্ট পর্যন্ত ভারত সফরে থাকবেন। এসময় তিনি চীন-ভারত সীমান্ত ইস্যুতে অনুষ্ঠিতব্য ২৪তম বিশেষ প্রতিনিধিদলের বৈঠকে যোগ দেবেন।

২০২০ সালে সীমান্তে চীনা ও ভারতীয় সেনাদের প্রাণঘাতী সংঘর্ষের পর সীমান্ত বাণিজ্য বন্ধ হয়ে যায়। এবার পুনরায় তা চালু হলে তা কেবল অর্থনৈতিক দিক থেকেই নয়, প্রতীকীভাবেও তাৎপর্যপূর্ণ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ওয়াং ই সোমবার নয়াদিল্লি পৌঁছাবেন। এর আগে গত জুলাই মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর চীন সফর করেছিলেন।

দক্ষিণ এশিয়ায় দীর্ঘদিন ধরে কৌশলগত প্রভাব বিস্তারে প্রতিযোগিতায় থাকা এই দুই বৃহৎ অর্থনৈতিক শক্তি সম্প্রতি সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করছে। বৈশ্বিক বাণিজ্য ও ভূ-রাজনৈতিক অস্থিরতার মধ্যে বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির কারণে তারা নতুন সমন্বয়ের পথে এগোচ্ছে।

সম্পর্ক পুনর্গঠনের অংশ হিসেবে সীমান্ত বাণিজ্য ছাড়াও সরাসরি ফ্লাইট পুনরায় চালু ও পর্যটক ভিসা প্রদান সংক্রান্ত চুক্তি নিয়েও আলোচনা চলছে বলে দুই দেশের কর্মকর্তারা জানিয়েছেন। খবর: এএফপির। 

DR/FJ
আরও পড়ুন