ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

৬০০০ বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র

আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০৩:৫৭ পিএম

যুক্তরাষ্ট্রের আইন ভঙ্গসহ বিভিন্ন কারণে ছয় হাজারের বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।

দেশটির পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা বলেছেন, পররাষ্ট্র দপ্তর সময় শেষ হওয়ার পরও অতিরিক্ত সময় ধরে যুক্তরাষ্ট্রে থাকা এবং দেশটির আইন লঙ্ঘনের জন্যই এইসব বাতিল করেছে। বেশিরভাগ ক্ষেত্রেই ভিসাধারীরা হামলা, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো, চুরিসহ নানা অপরাধে জড়িত ছিলেন।

কর্মকর্তা আরও বলেছেন, প্রায় চার হাজার ভিসা আইন লঙ্ঘনের জন্য বাতিল করা হয়েছে। পররাষ্ট্র দপ্তর জাতীয়তার ভিত্তিতে ভিসা আলাদা করে বাছাই করেনি। তবে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চীন থেকে আসা শিক্ষার্থীদের ওপর কঠোর হওয়ার কথা জানিয়েছেন।  

মার্চ মাসে শীর্ষ মার্কিন কূটনীতিক সাংবাদিকদের বলেছিলেন, তিনি প্রতিদিন ভিসা বাতিল করছেন।

তিনি বলেন, যখনই আমি এই পাগলদের একজনকে পাই, আমি তাদের ভিসা বাতিল করি। তিনি বিশেষ করে সেই শিক্ষার্থীদের দিকে ইঙ্গিত করেছেন, যারা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন এবং কর্মীদের ইহুদি-বিদ্বেষের অভিযোগ করেছেন। তবে ভুক্তভোগীরা প্রায়ই এই অভিযোগ অস্বীকার করে আসছেন।

সূত্র : বিবিসি

MH
আরও পড়ুন