ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শিশু পর্নোগ্রাফি রাখার দায়ে সাবেক ডেনিশ মন্ত্রীর কারাদণ্ড

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৪ এএম

শিশুদের যৌন নির্যাতনের হাজার হাজার ছবি ও ভিডিও রাখার দায়ে ডেনমার্কের সাবেক শিল্পমন্ত্রী হেনরিক সাস লারসেনকে চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

সোমবার (১ সেপ্টেম্বর) আদালত এই রায় ঘোষণা করেন।

লারসেন, যিনি একসময় সোশ্যাল ডেমোক্র্যাট দলের একজন জ্যেষ্ঠ নেতা ছিলেন, আদালতে স্বীকার করেছেন যে তার কম্পিউটারে শিশুদের ওপর যৌন নির্যাতনের ছয় হাজারেরও বেশি ছবি এবং দুই হাজার ভিডিও ছিল। তবে তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন, শৈশবে কোনো ব্যক্তি তাকে নির্যাতন করেছিল, তা খুঁজে বের করার জন্যই তিনি এসব উপকরণ সংগ্রহ করেছিলেন।

বিচারের সময় ৫৯ বছর বয়সী লারসেন আদালতকে জানান, ২০১৮ সালে তিনি একটি লিংক পান যেখানে ৫০ বছরের পুরনো একটি ভিডিওতে তিন বছর বয়সে তাকে যৌন নির্যাতন করার দৃশ্য ছিল। ২০২০ সালে তিনি আরেকটি ভিডিও ক্লিপ পেয়েছিলেন, যেখানে তার উপস্থিতিতে প্রায় সমবয়সী একটি মেয়েকে ধর্ষণ করা হচ্ছিল। ভিডিও দুটি দেখার পরই অদৃশ্য হয়ে যায় জানিয়ে তিনি পুলিশকে না জানানোর জন্য আদালতে অনুশোচনা প্রকাশ করেন।

প্রসিকিউটর মারিয়া সিঙ্গারি এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করলেও বিষয়টিকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করে তিনি বলেন, ‘কোনো কারণেই শিশু পর্নোগ্রাফির মালিকানা গ্রহণযোগ্য নয়।’ 

আদালত সাস লারসেনের বিরুদ্ধে একটি শিশু যৌন পুতুল রাখার অভিযোগটি খারিজ করে দিয়েছেন। তার আইনজীবী বেরিট আর্নস্ট সাংবাদিকদের জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কিনা, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

উল্লেখ্য, গত মার্চ মাসে এই কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর হেনরিক সাস লারসেনকে তার দল সোশ্যাল ডেমোক্র্যাট থেকে বহিষ্কার করা হয়। তৎকালীন প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন এই ঘটনায় গভীর শোক ও হতাশা প্রকাশ করেছিলেন।

HN
আরও পড়ুন