ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

চার্লি কার্কের হত্যায় সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে : ট্রাম্প

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৫ পিএম

ব্যাপক অভিযান চালানোর পর ডানপন্থী কর্মী চার্লি কার্ক হত্যায় সন্দেহভাজন ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  

শুক্রবার (১২ সেপ্টেম্বর) ফক্স নিউজকে দেওয়া এক লাইভ সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তার খুব কাছের একজনই তাকে ধরিয়ে দিয়েছে। সেই ব্যক্তি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যুক্ত, তবে একই সঙ্গে একজন ধর্মীয় নেতা। তিনি তাকে একজন মার্কিন মার্শালের কাছে নিয়ে গিয়েছেন, যিনি দারুণ কাজ করেছেন। তারা একসঙ্গে পুলিশ সদর দপ্তরে যান, আর এখন সে সেখানেই রয়েছে। আমরা যাকে খুঁজছিলাম, সেই ব্যক্তি এখন আমাদের হাতে।’

উটাহর একটি বিশ্ববিদ্যালয়ে গত বুধবার (১০ সেপ্টেম্বর) অনুষ্ঠানের সময় ছাদ থেকে গুলি চালিয়ে কার্ককে হত্যা করা হয়। মাত্র একটি গুলিতেই নিহত হন ৩১ বছর বয়সী এই কর্মী, যিনি তরুণদের মধ্যে ট্রাম্পের সমর্থন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

২০টি ভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার শত শত এজেন্ট এই অভিযানে অংশ নেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) প্রকাশিত ছবিতে দেখা যায়, সন্দেহভাজন ব্যক্তি কালো ক্যাপ, গাঢ় সানগ্লাস, কনভার্স জুতা ও জিনস পরিহিত অবস্থায় ছিলেন। তার লম্বা হাতাওয়ালা পোশাকে ছিল মার্কিন পতাকাসহ ঈগলের নকশা।

পুলিশের ধারণা, হামলাকারী প্রায় ২০০ গজ দূরের ছাদ থেকে গুলি ছুড়েছিল, যা কার্কের ঘাড়ে আঘাত করে।

ভিডিও ফুটেজে দেখা যায়, তিনি ছাদ থেকে দৌড়ে নামেন এবং গাছপালার ভেতরে মিলিয়ে যান- সেখান থেকেই একটি উচ্চক্ষমতাসম্পন্ন বোল্ট-অ্যাকশন রাইফেল উদ্ধার করা হয়।

সূত্র: এএফপি

MH/MMS
আরও পড়ুন