ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

লন্ডনে অভিবাসনবিরোধী লক্ষাধিক মানুষের বিক্ষোভ

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৩ এএম

লন্ডনের মধ্যাঞ্চলে এক লাখেরও বেশি মানুষ অভিবাসনবিরোধী বিক্ষোভ মিছিল করেছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) অভিবাসনবিরোধী কর্মী টমি রবিনসন এই বিক্ষোভের আয়োজন করেন।

পুলিশ জানিয়েছে, রবিনসনের ‘ইউনাইট দ্য কিংডম’ মিছিলে প্রায় এক লাখ ১০ হাজার  মানুষ অংশ নিয়েছিলেন। এদের কাছেই "স্ট্যান্ড আপ টু রেসিজম" পাল্টা প্রতিবাদ মিছিল করেছে, যেখানে প্রায় ৫ হাজার মানুষ অংশ নেন।

লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ‘ইউনাইট দ্য কিংডম’ বিক্ষোভকারীরা দুটি বিক্ষোভের মধ্যবর্তী এলাকায় প্রবেশ করায়, পুলিশ কর্ডন ভেঙে ফেলার বা বিরোধী দলগুলোর খুব কাছাকাছি যাওয়ার চেষ্টার সময় একাধিক স্থানে পুলিশের হস্তক্ষেপ করতে হয়েছিল। এ সময় বেশ কয়েকজন কর্মকর্তাকে লাঞ্ছিত করা হয়। পরে অতিরিক্ত কর্মকর্তাদের প্রতিরক্ষামূলক সরঞ্জাম দিয়ে মোতায়েন করা হয়।

তবে শেষ পর্যন্ত কোন ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। রবিনসন ইউনাইট দ্য কিংডম মার্চকে বাকস্বাধীনতার উদযাপন হিসেবে অভিহিত করেছেন। বুধবার গুলিবিদ্ধ আমেরিকান রক্ষণশীল কর্মী চার্লি কার্কের মৃত্যুতেও কর্মীরা শোক প্রকাশ করেছেন।

রবিনসন এক্সে বলেছেন, "আমাদের স্বাধীনতার জন্য আমরা ঐক্যবদ্ধ হওয়ায় লাখ লাখ মানুষ ইতোমধ্যেই মধ্য লন্ডনের রাস্তায় নেমে এসেছে"। সূত্র : রয়টার্স

HN
আরও পড়ুন