ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

উত্তর আফগানিস্তানে ইন্টারনেট বন্ধ

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৮ পিএম

উত্তর আফগানিস্তানের বেশ কয়েকটি প্রদেশে ইন্টারনেট বন্ধ করার ঘোষণা দিয়েছে তালেবান প্রশাসন। বুধবার  (১৭ সেপ্টেম্বর) তারা এ ঘোষণা দেয়। 

প্রাদেশিক সরকারের বিবৃতিতে বলা হয়েছে, এই পদক্ষেপ নেওয়া হয়েছে অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ করার জন্য।

এর আগে অনলাইনে অশ্লীলতা এবং নারী-পুরুষের অনলাইন সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল তালেবান প্রশাসন।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ২০২১ সালে আফগানিস্তানে ক্ষমতায় আসার পর থেকে এই প্রথম ইন্টারনেটের ওপর এমন নিষেধাজ্ঞা জারি করল তালেবান। যদিও এর আগে মেয়েদের মাধ্যমিক বিদ্যালয়ে পড়শোনা এবং বিভিন্ন ক্ষেত্রে নারীদের কাজ করা নিষিদ্ধেরও পদক্ষেপ নিয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় আসা প্রদেশগুলো হলো-  কুন্দুজ, বাদাখশান, বাগলান, তাখার ও বালখ। এই অঞ্চলগুলো উত্তর আফগানিস্তানের প্রধান জনবসতিপূর্ণ।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিষেধাজ্ঞা শুধু ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের জন্য প্রযোজ্য। তবে মোবাইল ডাটার মাধ্যমে ইন্টারনেট ব্যবহার চালু থাকবে। 

প্রাদেশিক বিবৃতিতে আরো বলা হয়েছে, সব ফাইবার সংযোগ ইতোমধ্যেই বন্ধ করা হয়েছে। জরুরি প্রয়োজনের জন্য বিকল্প ব্যবস্থা রাখা হবে।

ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ বন্ধ হওয়ায় অফিস, বাসা-বাড়ি ও অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান ইন্টারনেট বন্ধ হয়ে গেছে।

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত জালমে খলিলজাদ এ নিষেধাজ্ঞাকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন।

তিনি বলেন, ‘যদি সত্যিই অশ্লীলতা সমস্যা হয়, তবে অন্যান্য ইসলামী দেশের মতো সহজেই তা রোধ করা সম্ভব। অনেক দেশই তা করে।’ সূত্র: রয়টার্স

LH/FJ
আরও পড়ুন