ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

একাকিত্ব দূর করতে ৭৫ বছর বয়সে বিয়ে, পরদিনই মৃত্যু 

আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ০৫:০৯ পিএম

একাকিত্ব দূর করতে ৭৫ বছর বয়সে ৩৫ বছরের এক নারীকে বিয়ে করেছেন এক বৃদ্ধ। কিন্তু বিয়ের পরদিনই মারা গেছেন তিনি। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের জৌনপুর জেলার কুচমুচ গ্রামে।

বুধবার (১ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, মৃত ব্যক্তির নাম সাংগ্রুরাম। এক বছর আগে তার প্রথম স্ত্রী মারা যান। সন্তান না থাকায় তিনি একাই কৃষিকাজ করে জীবন চালাতেন। একাকিত্ব ঘোচাতে পরিবারের আপত্তি উপেক্ষা করেই নতুন বিয়ের সিদ্ধান্ত নেন।

গত সোমবার সাংগ্রুরাম জালালপুর এলাকার মানভাবতী নামে এক নারীকে বিয়ে করেন। আদালতে রেজিস্ট্রির পর স্থানীয় মন্দিরে সম্পন্ন হয় ধর্মীয় আচার-অনুষ্ঠান। মানভাবতী জানান, সাংগ্রুরাম তাকে সংসারের দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছিলেন, আর তিনি সন্তানের যত্ন নেবেন।

বিয়ের রাতের বেশিরভাগ সময় কথোপকথনে কাটলেও ভোরের দিকে সাংগ্রুরাম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

হঠাৎ মৃত্যু নিয়ে গ্রামে নানা জল্পনা ছড়িয়েছে। কেউ একে স্বাভাবিক ঘটনা বললেও কেউ সন্দেহ প্রকাশ করছেন। সাংগ্রুরামের ভাতিজারা দিল্লিতে থাকায় তাদের উপস্থিতি ছাড়া দাহ সম্পন্ন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র: এনডিটিভি

LH/FJ
আরও পড়ুন