ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ভারতীয় প্রক্সি বাহিনীর ঘাঁটিতে পাকিস্তানের অভিযানে নিহত ১৪

আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ০৬:২৬ এএম

বেলুচিস্তান প্রদেশের খুজদারের জেহরি এলাকায় অভিযান চালিয়ে 'ভারতীয়-প্রক্সি' গোষ্ঠী ফিতনা আল-হিন্দুস্তানের সঙ্গে যুক্ত ১৪ জনকে গুলি করে হত্যা করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। শনিবার (৪ অক্টোবর) নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জিও নিউজ এই খবর জানিয়েছে।

সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ওই এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতির তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এ সময় সংঘর্ষে ১৪ জন নিহত এবং আরও ২০ জন আহত হয়েছে। নিরাপত্তা বাহিনী ফিতনা আল-হিন্দুস্তানের অবশিষ্ট সন্ত্রাসীদের নির্মূল করতে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানানো হয়েছে।

পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর বলেছে, অভিযান চলাকালীন সেনারা সন্ত্রাসীদের অবস্থানে কার্যকরভাবে আক্রমণ করে। এসময় তীব্র গোলাগুলি হয় এবং সাতজন ভারতীয় মদদপুষ্ট সন্ত্রাসীকে নরকে পাঠানো হয়।

এই অভিযান এমন এক সময়ে চালানো হলো যখন পাকিস্তানে সামগ্রিক সহিংসতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ইসলামাবাদভিত্তিক সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (সিআরএসএস) সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে পাকিস্তানে সামগ্রিক সহিংসতা ৪৬% বৃদ্ধি পেয়েছে।

গত তিন মাসে দেশটিতে মোট ৩২৯টি সহিংসতার ঘটনায় কমপক্ষে ৯০১ জন নিহত এবং ৫৯৯ জন আহত হয়েছে। নিহত ও আহতদের মধ্যে বেসামরিক নাগরিক, নিরাপত্তাকর্মী এবং সন্ত্রাসীরাও রয়েছে।

প্রতিবেশী আফগানিস্তানের সঙ্গে সীমান্ত ভাগ করে নেওয়া খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান প্রদেশ দুটি পাকিস্তানে সহিংস ঘটনার প্রধান কেন্দ্র। দেশের মোট সহিংসতার ৯৬% এরও বেশি এই দুই প্রদেশেই ঘটে থাকে। সহিংসতার কারণে মোট মৃত্যুর প্রায় ৭১% খাইবার পাখতুনখোয়ায় ঘটেছে, যেখানে বেলুচিস্তানে ঘটেছে ২৫% এরও বেশি মৃত্যু।

HN
আরও পড়ুন