ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গাজায় সেনা কর্মকর্তা পাঠাবে জার্মানি

আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ০৫:৩৭ পিএম

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণে সহায়তা করতে ইসরায়েলে একটি যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সমন্বয়কেন্দ্রে তিনজন সামরিক কর্মকর্তা পাঠানোর ঘোষণা দিয়েছে জার্মানি। 

শনিবার (২০ অক্টোবর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, জার্মান সরকার গাজার জন্য প্রস্তাবিত ২০ দফা পরিকল্পনা এবং শান্তি প্রক্রিয়াকে সমর্থন করেছে। যুদ্ধবিরতি স্থিতিশীল করা ও গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে আমরা সহযোগিতা করছি। 

প্রাথমিক পর্যায়ে আগামী সপ্তাহে জার্মান সেনাবাহিনীর অপারেশনাল কমান্ড থেকে দুইজন স্টাফ অফিসার ও একজন ব্রিগেডিয়ার জেনারেলকে পাঠানো হবে। 

তারা দক্ষিণ ইসরায়েলে সিভিল মিলিটারি কো-অর্ডিনেশন সেন্টার (সিএমসিসি)-এ দায়িত্ব পালন করবেন। কর্মকর্তারা সামরিক পোশাকে থাকলেও তারা নিরস্ত্র থাকবেন বলে মন্ত্রণালয় জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এই সমন্বয়কেন্দ্রের দায়িত্বের মধ্যে রয়েছে গাজার যুদ্ধবিরতি পর্যবেক্ষণ, যুদ্ধাবশেষ অপসারণ এবং মানবিক সহায়তা কার্যক্রম সমন্বয় করা। 

পাশাপাশি পরিকল্পিত বহুজাতিক শান্তিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ, লজিস্টিক সহায়তা এবং সমন্বয় তদারকির দায়িত্বও থাকবে কেন্দ্রটির ওপর।

বিবৃতিতে আরো জানানো হয়, ইতোমধ্যেই প্রায় ২০০ মার্কিন সেনা নিয়ে এই কেন্দ্রের কার্যক্রম শুরু হয়েছে এবং একজন মার্কিন থ্রি-স্টার জেনারেল এর নেতৃত্ব দিচ্ছেন।

জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এই মিশনের জন্য পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন নেই, কারণ এতে কোনো সশস্ত্র অভিযানে অংশ নেওয়ার বিষয় নেই।

এর আগে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্‌জ গাজার যুদ্ধবিরতি পরিকল্পনায় জার্মানির শক্ত রাজনৈতিক, আর্থিক ও কারিগরি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তবে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে সৈন্য পাঠানোর অঙ্গীকার করেননি। সূত্র:  আনাদোলু’র।

FJ
আরও পড়ুন