যুক্তরাষ্ট্রের হুমকি ও বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার পর ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে পাস হওয়া ফিলিস্তিনের পশ্চিম তীরের দখল সংক্রান্ত বিলের কার্যক্রম স্থগিতের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথ এক প্রতিবেদনে বলছে, ক্ষমতাসীন লিকুদ পার্টির নেতৃত্বাধীন জোটের চেয়ারম্যান ওফির কাৎজ বলেন, ‘প্রধানমন্ত্রী নেতানিয়াহু পরবর্তী আদেশ না আসা পর্যন্ত যাতে (পশ্চিম তীরের) জুদেয়া ও সামারিয়ার সার্বভৌমত্ব সংক্রান্ত বিলটির সকল কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন।’
এর আগে বুধবার ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলের দুই এলাকা জুদেয়া ও সামারিয়াকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের ভূখণ্ডে অন্তর্ভুক্ত করতে বিল পাস হয় নেসেটে। বিলটি উত্থাপনের পর ১২০ আসনের নেসেটে এটি মাত্র এক ভোটের ব্যবধানে পাস হয়। বিলটির পক্ষে ভোট পড়েছে ২৫টি, বিপক্ষে পড়ে ২৪টি। বাকি ৭১ জন ভোট দেওয়া থেকে বিরত ছিলেন, যার মধ্যে নেতানিয়াহু নিজে এবং লিকুদ পার্টির বেশ কয়েকজন এমপি আছেন। তবে জোট সরকারের অংশ হিসেবে থাকা জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচের দল এর পক্ষে ভোট দেয়।
এদিকে ইসরায়েলের পার্লামেন্টারি বিধি অনুসারে, আইনে পরিণত হতে বিলটির চার দফা ভোটাভুটি পেরোতে হবে। পরবর্তী ধাপে বিলটি নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটিতে পাঠানোর কথা। তবে নেতানিয়াহু নির্দেশ জারি করার পর আপাতত বিলটির ওপর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দফার ভোট হচ্ছে না।
এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে প্রকাশ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। টাইম ম্যাগাজিনে প্রকাশিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার প্রশ্নই আসে না। আমি এ বিষয়ে আরব দেশগুলোকে প্রতিশ্রুতি দিয়েছি। তারা আমাদের বড় সমর্থন দিয়েছে। এমন কিছু ঘটলে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সব সমর্থন হারাবে।
তিনি বলেন, ইসরায়েলের উচিত এখন গাজায় যুদ্ধবিরতি ও শান্তি আলোচনায় মনোযোগ দেওয়া, নতুন দখল নয়।’
অন্যদিকে বিল অনুমোদনের সময়ই ইসরায়েলে অবস্থান করছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বৃহস্পতিবার তিনি তেলআবিবে সাংবাদিকদের বলেন, ‘ইসরায়েল পশ্চিম তীর নিজেদের সঙ্গে যুক্ত করতে পারবে না। প্রেসিডেন্ট ট্রাম্পের নীতিতেও এমন কোনো বিষয় নেই। যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট, আমরা এই পদক্ষেপ সমর্থন করব না।’
সূত্র: আনাদোলু, টাইমস অব ইসরায়েল
ইসরায়েলের পার্লামেন্টে পশ্চিম তীর দখলের বিল পাসে বাংলাদেশের নিন্দা