ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ভূমিকম্পে কেঁপে উঠলো তুরস্ক

আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ০৬:৩৫ এএম

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো তুরস্ক। কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ১। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে তুরস্কের জরুরি ব্যবস্থাপনা বিষয়ক সংস্থা এএফএডি।

ফরাসি সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার (২৭ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে তুরস্কের পশ্চিমাঞ্চলে সিনদিরগি শহরে ভূমিকম্প হয়। এ ছাড়া, দেশটির অর্থনৈতিক রাজধানী ইস্তাম্বুল ও পর্যটন শহর ইজমিরেও কম্পন অনুভূত হয়।

ভূমিকম্পের পর তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া বলেন, ভূমিকম্পের পর তিনটি ভবন ও একটি দোকান থেকে মানুষজনকে সরিয়ে নেওয়া হয়। পরে সেগুলো ধসে পড়ে। তবে এতে কেউ হতাহত হননি।   

LH
আরও পড়ুন