কেনিয়ার উপকূলীয় অঞ্চলে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে উড়োজাহাজে থাকা ১২ জন আরোহীর সবাই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দেশটির উড্ডয়ন কর্তৃপক্ষের বরাত দিয়ে এএফপি এ তথ্য জানিয়েছে।
কেনিয়ার বেসামরিক বিমান চলাচল সংস্থা (কেসিএএ) এক বিবৃতিতে জানায়, উড়োজাহাজটিতে মোট ১২ জন আরোহী ছিলেন। স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটার দিকে জনপ্রিয় পর্যটনকেন্দ্র দিয়ানি থেকে উড্ডয়ন করার কিছুক্ষণ পরই এটি বিধ্বস্ত হয়।
উড়োজাহাজটির মাসাইমারা ন্যাশনাল পার্কের কাছে অবস্থিত কিচওয়া তেম্বো নামের একটি বেসরকারি এয়ারস্ট্রিপে অবতরণের কথা ছিল। কিন্তু নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর আগেই এটি ভূপাতিত হয়।
দুর্ঘটনার পর সরকারি সংস্থাগুলো ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা ও দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু করেছে বলে কেসিএএ জানিয়েছে। এখনো আনুষ্ঠানিকভাবে হতাহতের বিস্তারিত প্রকাশ করা হয়নি।
চলতি বছরের আগস্টে কেনিয়ার রাজধানী নাইরোবির শহরতলীতে অলাভজনক সংস্থা অ্যামরেফ-এর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত ও দুজন আহত হন।
কেনিয়ায় সাম্প্রতিক বছরগুলোতে ছোট আকারের বাণিজ্যিক ও চার্টার ফ্লাইট দুর্ঘটনার ঘটনা তুলনামূলকভাবে বেড়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
ভেনেজুয়েলায় উড্ডয়নের পর বিমান বিধ্বস্ত, নিহত ২
হংকংয়ে রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়লো বিমান, নিহত ২