কেনিয়ার রিফট ভ্যালিতে ভূমিধস, মৃত্যু ১৩

আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ০৯:০৯ পিএম

কেনিয়ার পশ্চিমে অবস্থিত রিফট ভ্যালি অঞ্চলে শনিবার (১ নভেম্বর) ভোরে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে, এতে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, টানা ভারি বৃষ্টিপাতের কারণে এই ধসের ঘটনা ঘটেছে।

এলগেয়ো-মারাকওয়েট কাউন্টির পুলিশ কমান্ডার পিটার মুলিঞ্জে জানিয়েছেন, এ পর্যন্ত ১৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও কতজন নিখোঁজ আছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কিপচুম্বা মুরকোমেন বলেন, উদ্ধার অভিযানে সহায়তার জন্য সেনা ও পুলিশ হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। উদ্ধার অভিযান এখনো চলমান, এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সতর্কতা জারি করা হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে কেনিয়ায় ভূমিধস ও বন্যায় শত শত মানুষ প্রাণ হারিয়েছেন। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে দেশটিতে আগের চেয়ে বেশি ও তীব্র আবহাওয়াজনিত দুর্যোগ ঘটছে।

গত বছর মধ্য কেনিয়ায় আকস্মিক বন্যায় অন্তত ৬১ জনের মৃত্যু হয়েছিল। প্রতিবেশী উগান্ডার পূর্বাঞ্চলেও গত সপ্তাহে ভূমিধসে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে।

সূত্র: রয়টার্স

DR/FJ
আরও পড়ুন