ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সুদানে জানাজায় ড্রোন হামলা, নিহত ৪০

আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ০৬:৩৬ এএম

সুদানের উত্তর করদোফানের আল লুয়াইব গ্রামে একটি জানাজায় ড্রোন হামলা চালিয়েছে আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো এই হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন বলে স্থানীয় একজন কর্মকর্তা সংবাদমাধ্যম আল জাজিরাকে জানিয়েছেন।

সোমবার (৩ নভেম্বর) অন্ত্যেষ্টির যে তাঁবুতে নারী, শিশু ও বৃদ্ধসহ গ্রামবাসী প্রার্থনা করছিলেন, সেটিকে নিশানা করে হামলা চালানো হয়। রোদঝলমলে শান্ত দুপুরে ড্রোন হামলার শব্দে মুহূর্তেই সেই নীরবতা ভেঙে ধোঁয়া, আগুন আর মানুষের আর্তনাদে ভরে ওঠে। বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রাদেশিক সরকার এই হামলাকে বেসামরিকদের ওপর আরএসএফের মানবতার বিরুদ্ধে অপরাধের নতুন অধ্যায় বলে আখ্যা দিয়েছে। তারা আরএসএফকে অবিলম্বে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে। তাদের অভিযোগ, এই বাহিনী নিরস্ত্র মানুষের ওপর বারবার হামলা চালাচ্ছে।

এর আগে আরএসএফ ঘোষণা করেছিল, তারা আল ওবেইদ শহরে হামলা চালাবে এবং স্থানীয়দের নিরাপদ করিডোর ব্যবহার করে শহর ত্যাগ করতে বলেছিল। সম্প্রতি তারা উত্তর করদোফানের বারা শহর নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। তবে আরএসএফ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা করার অভিযোগ অস্বীকার করেছে।

চলমান যুদ্ধে আরএসএফ এর আগে গেল ২৬ অক্টোবর উত্তর দারফুর প্রদেশের রাজধানী আল ফাশের শহর দখল করে এবং পরে সেখানে বেসামরিক নাগরিকদের ওপর ব্যাপক হত্যাযজ্ঞ চালায়।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানায়, অক্টোবরের শেষ দিক থেকে উত্তর ও দক্ষিণ করদোফান থেকে নিরাপত্তাহীনতার কারণে অন্তত ৩৮ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

HN
আরও পড়ুন