ঢাকা
শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিশ্ববাজারে কমলো সোনার দাম

আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ০৮:০৭ পিএম

যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে শক্তিশালী প্রবৃদ্ধির তথ্য প্রকাশ পাওয়ার পর শুক্রবার (২১ নভেম্বর) বিশ্ববাজারে সোনার দাম ১ শতাংশেরও বেশি কমেছে। কর্মসংস্থানের এই ইতিবাচক তথ্যের ফলে ফেডারেল রিজার্ভের (ফেড) আগামী মাসে সুদের হার কমানোর প্রত্যাশা অনেকটাই ম্লান হয়ে গেছে। এর নেতিবাচক প্রভাব পড়েছে সোনার বাজারে, যার ফলে চলতি সপ্তাহে মূল্যবান এই ধাতু দরপতনের মুখে পড়েছে।

শুক্রবার স্পট মার্কেটে সোনার দাম ০.৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪,০৩৯.৭৯ ডলারে নেমে এসেছে। পুরো সপ্তাহজুড়ে সোনার দাম কমেছে প্রায় ০.৯ শতাংশ। অন্যদিকে, ডিসেম্বরে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার ০.৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪,০৩৭.১০ ডলারে স্থির হয়েছে।

বাজার বিশ্লেষক ও উইজডমট্রির পণ্য কৌশলবিদ নীতেশ শাহ বলেন, ‘গতকাল প্রকাশিত শ্রমবাজারের ইতিবাচক তথ্যের কারণে সুদের হার আরও কমানোর সম্ভাবনা কিছুটা ম্লান হয়ে গেছে। এটিই বর্তমানে সোনার বাজারে দরপতনের প্রধান কারণ।’

নীতেশ শাহ আরও বলেন, ‘আমার মনে হয় সোনার দাম বর্তমানে সর্বনিম্ন পর্যায়ে (ফ্লোর প্রাইস) রয়েছে। সাময়িকভাবে দাম কিছুটা কমলেও আগামী মাসগুলোতে তা ওপরের দিকেই যাবে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) প্রকাশিত যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান প্রতিবেদনে দেখা গেছে, নন-ফার্ম পে-রোলে ১ লাখ ১৯ হাজার নতুন চাকরি যুক্ত হয়েছে, যেখানে বিশ্লেষকদের ধারণা ছিল মাত্র ৫০ হাজার। যদিও বেকারত্বের হার গত চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, তবুও নতুন চাকরির এই উল্লম্ফন বাজারের হিসাব-নিকাশ বদলে দিয়েছে।ফেডের ডিসেম্বরের বৈঠকের আগে আর কোনো বড় কর্মসংস্থান প্রতিবেদন প্রকাশ হবে না। 

বর্তমানে ব্যবসায়ীরা মনে করছেন, ডিসেম্বরে সুদের হার কমানোর সম্ভাবনা মাত্র ৪১ শতাংশ। সাধারণত সুদের হার কম থাকলে বিনিয়োগকারীরা সোনার দিকে ঝুঁকতে পছন্দ করেন।

এদিকে ক্লিভল্যান্ড ফেডের প্রেসিডেন্ট বেথ হ্যামাক, যিনি সাম্প্রতিক সুদের হার কমানোর বিরোধিতা করেছিলেন, বৃহস্পতিবার সতর্ক করে বলেছেন মুদ্রাস্ফীতির ঝুঁকি থাকায় ঋণের খরচ বা সুদের হার আরও কমানো অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

তবে সাময়িক দরপতন হলেও দীর্ঘমেয়াদে সোনার বাজার চাঙ্গা থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এএনজেড ব্যাংক এক নোটে জানিয়েছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি মন্থর হওয়া, শেয়ারবাজারের উচ্চমূল্য, ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা এবং মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমানোর চেষ্টার ফলে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা কেনার আগ্রহ বজায় থাকবে।

শুক্রবার সোনার পাশাপাশি কমেছে অন্যান্য ধাতুর দামও। এর মধ্যে রুপার দাম ৩.২ শতাংশ কমে প্রতি আউন্স ৪৮.৯৯ ডলারে, প্লাটিনাম ১.৪ শতাংশ কমে ১,৪৯০.৮৭ ডলারে এবং প্যালাডিয়াম ১.২ শতাংশ কমে ১,৩৬১.৪২ ডলারে নেমেছে।

সূত্র: রয়টার্স

DR
আরও পড়ুন