ঢাকা
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নরেন্দ্র মোদি

ভারতের গণতন্ত্র বিদেশ থেকে ধার করা নয়

আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ০৬:২৫ এএম

ভারতের ডিএনএতে গণতন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, ভারতের গণতন্ত্র বিদেশ থেকে ধার করা নয়, গণতন্ত্র আমাদের ডিএনএ’তেই রয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) অযোধ্যার রাম মন্দিরে ‘ধ্বজ আরোহন’ নামের একটি বিশেষ ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে মোদি এসব কথা বলেন। তিনি বলেন, শতাব্দীর পর শতাব্দী ধরে থাকা ক্ষত ও ব্যথা আজ সেরে উঠছে এবং অযোধ্যায় ‘৫০০ বছরের প্রতিজ্ঞা পূরণ হচ্ছে’। খবর এনডিটিভি

সংবাদমাধ্যমটি বলছে, সাধু, গণ্যমান্য ব্যক্তি এবং রাম জন্মভূমি ট্রাস্টের সদস্যদের উপস্থিতিতে মোদি এই পূজা-অনুষ্ঠানের নেতৃত্ব দেন। পরে সমাবেশে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, ‘অযোধ্যা তার ইতিহাসের আরেকটি যুগান্তকারী ঘটনার সাক্ষী হচ্ছে... দেশজুড়ে এবং বিশ্বের বিভিন্ন জায়গায় মানুষ রামের ভক্তিতে নিমগ্ন।’

তিনি দাবি করেন, ভারতের গণতন্ত্র বিদেশ থেকে ধার করা নয়— ‘গণতন্ত্র আমাদের ডিএনএ-তেই রয়েছে’। এদিন মোদি মন্দিরের শিখরে ২২ ফুট উঁচু গেরুয়া পতাকা উত্তোলন করেন।

এর আগে ২০২৪ সালের ২২ জানুয়ারি মোদি রাম লল্লার মূর্তির প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানের নেতৃত্ব দিয়েছিলেন। এর আগে ২০২০ সালের আগস্টে তিনি রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ২.৭৭ একর বিতর্কিত জমি মন্দির নির্মাণের জন্য বরাদ্দ হওয়ার প্রায় এক বছর পর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন মোদি।

HN
আরও পড়ুন