ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের ভয়াবহ চিত্র আবারও ফুটে উঠেছে। মধ্য গাজা সিটির বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপ থেকে আরও ৯৪ জন ফিলিস্তিনির দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। শনিবার গাজার সিভিল ডিফেন্স এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে জানানো হয়, উদ্ধারকৃত দেহাবশেষ গুলো ময়নাতদন্ত ও দাফনের প্রস্তুতির জন্য আল-শিফা মেডিকেল কমপ্লেক্সের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। পরবর্তীতে এগুলো দেইর আল-বালাহ শহরের শহীদ কবরস্থানে দাফন করা হবে। ধারণা করা হচ্ছে, ধ্বংস হয়ে যাওয়া হাজার হাজার ভবনের নিচে এখনও অনেক ফিলিস্তিনি নিখোঁজ রয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই বর্বরোচিত হামলায় নিহতের সংখ্যা ৭০ হাজার ৭০০ ছাড়িয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ১ লাখ ৭১ হাজার ১০০ জনে। গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলেও গাজায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং বিচ্ছিন্ন হামলার ঘটনা ঘটছে।
গাজা পাঠাতে ২০ হাজার সেনা প্রশিক্ষণ দিয়েছে ইন্দোনেশিয়া