ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মুরগির ফার্মে আশ্রয় নিয়েছে ফিলিস্তিনিরা!

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০২ এএম

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা চারমাসেরও বেশি সময় ধরে চলছে। এ হমলায় বাস্তুচ্যুত হয়ে মানবেতর জীবনযাপন করছেন ১৮ লাখেরও বেশি মানুষ। গাজা যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। জীবন বাঁচাতে মানুষ বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছেন। শেষ পর্যন্ত জীবন বাঁচাতে মুরগির ফার্মে আশ্রয় নিয়েছে ফিলিস্তিনিরা।

ইসরায়েলি তাণ্ডব থেকে রক্ষা পেতে মুরগির ফার্মে ঠাঁই হয়েছে বেশ কয়কটি পরিবারের। তীব্র গন্ধ এখন সয়ে গেছে নাকে। দিব্বি মানিয়ে নিয়েছেন তারা।

সারি সারি লোহার খাঁচায় শুয়ে-বসে কাটছে এই ফিলিস্তিনিদের জীবন। এ দফায় আপাতত প্রাণ বাঁচলেও মিলছে না প্রয়োজনীয় খাবার। ভুক্তভোগী এক ফিলিস্তিনি বলেন, আমাদের এখানে এক প্রকার জোর করেই রাখা হয়েছে। তেমন কোন খাবার বা ত্রাণ পাঠানো হচ্ছে না। চালের টিন ছিদ্র থাকায় বৃষ্টির পানিও পড়ে গায়ে। ঘুমাতে হয় মুরগির খাঁচায়। এই হচ্ছে আমাদের জীবন।

সূত্র: আল জাজিরা

MB/FI
আরও পড়ুন